আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে প্রতিফলন বেশি হয় কেন?
আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে পাতিফলক তল ভেদ করে করে যেতে পারেনা ফলে আলো প্রতিফল তলে যে কোণে আপতিত হয় প্রতিফলক তল বারবার সেই কোণে ফিরে আসে।এর কারণ হল প্রতিফলক তলে অবস্থিত পরমাণুর নিউক্লিয়াস (এটি নিরেট হয় ফলে আলো ভেদ করতে পারেনা, এটি প্রোটন ও নিউট্রন থাকে) ও ইলেকট্রন এর মধ্যে ফাকা জায়গা থাকে সেই ফাকা জায়গার তুলনায় যদি আলোক তরঙ্গ ক্ষুদ্র হয় তাহলে আলো ভেদ করত পারবে না হলে ভেদ করতে পারেনা, যে কোণে আপতিত হয়েছিল সেই কোণে ফিরে যায়। বিশেষ দ্রষ্টব্য: নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলির মধ্যে ফাকা জায়গার তুলনায় আলোক তরঙ্গ ক্ষুদ্র হলে পুরোপুরি প্রতিফলক তল ভেদ করতে পারে না, কিছু আলো পরমাণু ভেদ করতে পারে,আর কিছু আলো পরমাণুর নিউক্লিয়াসএ বাধাপেয়ে যে পথে এসেছিল সেই পথে ফিরে যায় অর্থাৎ প্রতিফলিত হয়, আর কিছু আলো পরমাণু দ্বারা শোষিত হয় কারণ আলো এক প্রকারের শক্তি।
Recent Comments