একটি চুম্বককে ভেঙ্গে দুই বা তার বেশি টুকরো করলে সেগুলোকে সহজে জোড়া লাগানো যায়না কেন?
চুম্বককে ভেঙে খন্ড খন্ড করলে প্রতিটি খণ্ড তে উত্তর মেরু দক্ষিণ মেরু সৃষ্টি হয়। ফলে উত্তর এবং উত্তর মেরু অথবা দক্ষিণ এবং দক্ষিণ মেরু পরস্পরকে বিকর্ষণ করে ফলে তাদেরকে জোড়া লাগানো যায় না।
Recent Comments