ওজোন স্তর কীভাবে “Ultraviolet Ray(আল্ট্রা ভায়োলেট রশ্মি)”-কে প্রতিরোধ করে?

ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে যথা-

  1. ট্রপোস্ফিয়ার
  2. স্ট্রাটোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. থার্মোস্ফিয়ার
  5. এক্সোস্ফিয়ার
  6. ম্যাগনেটোস্ফিয়ার
ভূপৃষ্ঠ থেকে সবথেকে নিচের স্তর যা ১২ কিলোমিটার মধ্যে অবস্থিত এবং এর গ্যাসীয় ঘনত্ব সবথেকে বেশি অন্যান্য স্থানের তুলনায়, এই স্তর বিভিন্ন ভারী গ্যাসীয় অনু, ধূলিকণা ও জলীয় বাষ্প নিয়ে গঠিত।এই ট্রপোস্ফিয়ারের ঠিক উপরের স্তর যা ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত যা স্ট্রাটোস্ফিয়ার নামে পরিচিত। এই ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার এর মধ্যে একটি স্তর অবস্থিত যা ওজন স্ফিয়ার বা ওজন মন্ডল নামেও পরিচিত। এই স্তরে ওজোন গ্যাসের (O3) আধিক্য থাকায় সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি (Ultraviolet Rays) শোষণ করে এবং পৃথিবীর জীব কুলকে ধ্বংসের হাত থেকে বাঁচায়।

অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে দুটি অক্সিজেন আয়নে পরিণত হয়।

সমীকরণ নিম্নলিখিত,O2 + ℎνuv → 2O-

পরিণত অক্সিজেন আয়ন দুটির মধ্যে যেকোনো একটি আয়ন অক্সিজেন অনু সাথে যুক্ত হয়ে ওজোন গ্যাস (অক্সিজেনের আইসোটোপ) তৈরি হয়।

নিম্নলিখিত সমীকরণটি হল,O + O2 ↔ O3

আবার, এই উৎপন্ন হওয়া অক্সিজেনের আইসোটোপ (ওজোন গ্যাস) টি অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙ্গে গিয়ে একটি অক্সিজেন অনু ও দুটি অক্সিজেন পরমানুতে ভেঙ্গে যায়।

সমীকরণ নিম্নলিখিত,O3 + hvuv –> O + O 2

এই অক্সিজেন পরমাণুটি আবার অন্য একটি অক্সিজেন পরমাণু সাথে যুক্ত হয়ে অক্সিজেন অনুতে পরিণত হয়।

সমীকরণ নিম্নলিখিত,O + O →O2

সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি এই চক্রাকার প্রক্রিয়ায় অংশ নেয় এবং ওজন গ্যাস গঠন করে আমাদের জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচায়।

Arghyadeep Mondal

I am Student of Physics

You may also like...

Leave a Reply

Your email address will not be published.