তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (Electromagnetic Wave) কীভাবে উৎপন্ন হয়?
‘তড়িৎ চুম্বকীয় বিকিরণ’ -এর ফলে ‘তড়িৎ চুম্বকীয় তরঙ্গে’র সৃষ্টি হয়।
যেহেতু, Electromagnetic Radiation এর ফল Electromagnetic Wave.সেহেতু, Electromagnetic Radiation কী? তা জানতে হবে!
ধরুন, শূন্য মাধ্যমে ঋনাত্বক চার্জ যুক্ত কণা রয়েছে এই অবস্থায় কণা দ্বারা তড়িৎ ক্ষেত্রে একটি চুম্বকক্ষেত্র সৃষ্টি হবে।ঋণাত্বক কণা টির তড়িৎ ক্ষেত্রটির অভিমুখ হবে চর্জটির অভিকেন্দ্রিক।
আবার, আরেকটি ধনাত্বক চার্জ যুক্ত কণা শূন্য মাধ্যমে রাখলে অপকেন্দ্রক তড়িৎ ক্ষেত্রের দ্বারা একটি অপকেন্দ্রিক চুম্বক ক্ষেত্র তৈরি হয়।
এখন, ধনাত্বক ও ঋণাত্বক চার্জের যে কোনো একটাকে নিয়ে নেয়া হল তড়িৎ চুম্বকীয় বিকিরণ কিভাবে সৃষ্টি হয় তা জানার জন্য। আমরা, ঋণাত্বক চার্জ যুক্ত কণা (ইলেকট্রন) কেই প্রমাণ ধরলাম।
আমরা আগে জানলাম যে, শূন্য মাধ্যমে একটি ইলেকট্রন রাখলে ইলেকট্রন টি একটি চুম্বক ক্ষেত্র তৈরি করে। এখন ইলেকট্রন টিকে একটি তড়িৎ পরিবাহী দ্বারা যুক্ত করে পরিবাহীতে পরিবর্তী প্রবাহ (Alternative Current) দেওয়া হলে পরিবাহীতে পর্যাক্রমে কম্পিত হতে থাকে। ইলেকট্রনিক পরিবাহির মধ্যে এইরূপ পর্যায়ক্রম চক্রাকার স্থান পরিবর্তনকে ইলেকট্রিক ওয়েভ এবং ইলেক্ট্রন দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র কে ম্যাগনেটিক ওয়েভ বলে। এই ইলেকট্রিক ওয়েভ এবং ম্যাগনেটিক ওয়েভ পরস্পর সমকোণ এ থেকে কম্পিত হয় এবংতরঙ্গ দুটি পরস্পর সমকোণে থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এই দুই কম্পনকে একত্রে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বলে।
Recent Comments