বস্তু ঠান্ডা বা গরম অনুভুতি হয় কেন?

আগে আমাদের জানতে হবে তাপ কী?

তাপ হল একপ্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উতপ্ত হয় আর বর্জন করলে বস্তু শীতল হয়। দুটি বস্তুর মধ্য তাপমাত্রার পার্থক্য হলে তাপ তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে আদন প্রদান হয়।

ধরুন, আপনার হাত এমন কোনো বস্তুকে স্পর্শ করলো যার তাপমাত্রা আপনার হাতের তুলনায় কম তখন আপনার হাত থেকে তাপ ওই বস্তুটি গ্রহণ করল (যেহেতু তাপ উতপ্ত বস্তু থেকে অপেক্ষাকৃত শীতল বস্তুতে সঞ্চালন হয়) আপনার হাত থেকে তাপ বেরিয়ে যাওয়ার আপনার হাতে তাপমাত্রা কমে যাওয়ায় আপনার হাত ঠাণ্ডা অনুভূতি করে।

আবার একইভাবে, আপনার হাত এমন কোন বস্তুকে স্পর্শ করল যার তাপমাত্রা আপনার হাতে তুলনায় বেশি তখন আপনার হাত ওই বস্তুটি থেকে তাপ গ্রহণ করে(যেহেতু তাপ উতপ্ত বস্তু থেকে অপেক্ষাকৃত শীতল বস্তুতে সঞ্চালন হয়) উত্তপ্ত হয় ফলে আপনার হাত অপেক্ষাকৃত গরম অনুভুতি করে।

Arghyadeep Mondal

I am Student of Physics

You may also like...

Leave a Reply

Your email address will not be published.