7 Seven Wonders of the World | বিশ্বের সপ্তম আশ্চর্য

আমাদের এই বিশ্বের বিচিত্র বিস্ময় বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং ঐতিহাসিক স্থাপনা দিয়ে তৈরী আমাদের বিশ্বের সপ্তম আশ্চর্যগুলি ।

1. তাজমহল, ভারত

সপ্তম আশ্চর্যের এই তালিকায় প্রথমে আছে আমাদের ভারতের তাজমহল । আগ্রায় অবস্থিত এই তাজমহল আসলে একটি সমাধিস্থল ১৬৫৩ সালে সম্রাট শাহাজানের বানানো এই তাজমহল । যিনি বানিয়েছিলেন তার স্ত্রীর মুমতাজের স্মৃতির উদ্দেশে । তাজমহলের চারদিকে চারটি মিনার রয়েছে । এই চারটি মিনার তৈরী হয়েছিল নামি দামি পাথর দিয়ে । এই পাথরগুলি আনা হয়েছিল তিব্বত শ্রীলংকা আর চীন থেকে । এখানে আপনি সাদা মার্বেল পাথরের গায়ে বিভিন্ন খোদাই করা কারুকার্য দেখতে পাবেন । এই তাজমহলকে মোঘল স্তাপত্যশৈলীর সবথেকে বড় নিদর্শন হিসেবে মনে করা হয় । তবে এই নিদর্শনের বিভিন্ন মূল্যবান পাথর এখন আপনি আর দেখতে পাবেন না কারণ ইংরেজরা বিভিন্ন মুল্লবান পাথর খুলে নিয়ে চলে গেছে তবুও এই তাজমহলকে দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন ।

2. কলোসিয়াম, রোম

এই কলোসিয়ামএর পুরো নাম হলো এমিটেটরিয়াম ক্লেভেউম । সত্তর দশকে শুরু হওয়া এই স্থাপত্য শেষ হয় আশির দশকে রাজা তিতাসের রাজত্বকালে । ইহুদি দাসদের দিয়ে বানানো হয়েছিল এই কলোসিয়ামকে । এখানে দাস যোদ্ধার যুদ্ধ হতো আর এক দাস যোদ্ধার সাথে ।

3. চিকেন ইটজা, মেক্সিকো

প্রাচীন মায়া সভ্যতার নিদর্শন হল এটি। এই মন্দিরে দেওয়ালে আঁকা আছে বিভিন্ন পুরোনো দিনের ছবির কাজ। মায়া সভ্যতার ইতিহাস বহন করে চলেছে।৬০০ খ্রিস্ট পূর্ব আগে বানানো হয়েছিল এটিকে। মায়া সভ্যতার মূল নগরী ছিল এটি। এটি হলো এমন এক মায়া নগরী যা গল্পঃ কাহিনী গুলোতে এক রহস্যের পর্যায়ে পড়ে। এই স্থাপত্য কে দেখার জন্য বিশ্বের প্রচুর মানুষ ভিড় করেন।

4. মাচু পিচু, পেরু

অন্দিজ পর্বতমালার উরবম্ব উপত্যকায় অবস্থিত এই শহর বিশ্বের সপ্তম আশ্চর্য তালিকায় নতুন করে স্থান পেয়েছে।এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০০ ফুট উচ্চতার অবস্থিত। পেরুর এই শহর ইনকা সভ্যতার এক অবশিষ্ট নিদর্শ। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি নির্মিত এই শহর এখন পর্যন্ত টিকে থাকা এই শহর এখন পর্যন্ত টিকে থাকা ইএকমাত্র ইনকা স্থাপনা। পাথরে পাথর জোড়া লাগিয়ে বানানো হয়েছে এই শহর কে। ভূমিকম্প হলেও এই বাড়িগুলো কখনো ভেঙে পড়ত না। ১৯১১ সালে বিশ্ব বাসির কাছে নতুন রূপে ধরা দেয় এই শহর। আজ এই শহর কে নিদর্শন করতে প্রচুর মানুষ আসেন আর দেখে যান পুরোনো দিনের স্থাপত্য।

5.ক্রাইস্ট দিন রিডিমার, ব্রাজিল

এটিকে আমরা ব্রাজিলের প্রতীক হিসাবে সবাই চিনি। ব্রাজিলের ভাষায় এর অর্থ হলো ত্রান কর্তা যিশু। মূর্তিটি প্রায় ১১ ফুট লম্বা। এটি কর্কভাদো পর্বতের চূড়ায় বসানো হয়েছে। প্রায় ২৫০০০০০ usd খরচ করে তৈরি করা হয়েছে।১৯৩১ সালের ১২ ই অক্টোবর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এটিকে। এই মুর্তি কে পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে কারণ শহর থেকে সবাই যেনো দেখতে পারে। এই মূর্তির এমন আকার কারণ যিশু যেনো পুরো শহর কে আগলে রাখতে পারে। ২০০৭ সালে সপ্তম আশ্চর্য তালিকায় নতুন করে স্থান পেয়েছে।

6.পেট্রা, জর্ডন

জর্ডানে এক প্রাচীন সভ্যতার প্রাচীন নগরী হল পেট্রা। এখানে প্রথম জনবসতির সূচনা হয়েছিলো প্রায় ৯০০০ বছর আগে। এখানে বেশিরভগটাই জীবন নির্বাহ করতো যাযাবর হিসাবে। পশু পালন ছিল তাদের প্রধান পেশা। সময়ের সাথেই গড়ে ওঠে নবাটিয়ান সাম্রাজ্য। এই নাবাটিয়ান দের রাজধানী ছিল পেট্রা। এর পর রোমান সম্রাট রা এখানে তাদের অধিপত্ত বিস্তার করেন।। ১৮১২ সালে আবিষ্কার হয় এই মহা নগরী। পাহাড় খোদাই করে বানানো হয়ছে রাজবাড়ী। যা দেখার জন্য বিশ্বের সব জায়গা থেকে মানুষরা ছুটে আসেন এটিকে নিদর্শনের জন্য।

7.চীনের মহা প্রাচীর, চীন

মানব ইতিহাসের সব চেয়ে দীর্ঘ স্থাপনা হল এটি। প্রাচীর এর দৈর্ঘ্য হল পৃথিবীর বিষুব রেখার অর্ধেকের বেশি। উত্তর চীনের প্রায় ১৬ টি অঞ্চল জুড়ে রয়েছে এটি। এই প্রাচীরের পুরোনো অংশ প্রায় ২৭০০ বছরের ও পুরোনো । আজ থেকে প্রায় খ্রীষ্ট পূর্ব ৭৭০ থেকে ২৭৬ সালের মধ্যেই নির্মাণ করা হয়েছিল। এই প্রাচীরের গড় উচ্চতা ২০ ফুট, আর সর্বাধিক উচ্চতা ৪৫ ফুট।এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল শত্রু দের থেকে রক্ষা করার জন্য । মজার ব্যাপার হলো বিদেশী দের রক্ষা করতে বানানো এই প্রাচীর দেখতে আজ প্রচুর বিদেশী মানুষ আসেন যা পর্যটনের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে।

The Seven Wonders of the world is a video based on the present seven wonders of the world. These are – Taj Mahal, Colosseum, Chichen Itza, Christ the Redeemer, The Great Wall of China, Petra, Machu Picchu.

To learn about these 7 wonders please check the video. And don’t forget to subscribe to the channel – Traveling Diary Creations.

You may also like...

1 Response

  1. 720p says:

    Good article. I am experiencing some of these issues as well..

Leave a Reply

Your email address will not be published.